মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইসরায়েল ও হামাসের মাঝে যুদ্ধবিরতির চুক্তির পর গাজায় আটক করা সব জিম্মি, এমনকি মৃতদের দেহও সোমবার ফেরত পাঠানো হবে।
ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য অনেক কিছুই ঘটছে এবং আমরা বিশ্বাস করছি, তারা সবাই সোমবার ফিরে আসবে। এর মধ্যে তাদের মৃতদের দেহও অন্তর্ভুক্ত থাকবে।’
রিপাবলিকান এই প্রেসিডেন্ট বুধবার রাতে এসব কথা বলেন।
ট্রাম্প জানান, এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল তাদের সেনা নির্দিষ্ট সীমারেখার পেছনে সরিয়ে নেবে, যা মিসরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে।
তিনি আরো ইঙ্গিত দেন, এই চুক্তি শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির ঢেউ তুলতে পারে, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানও এতে ভূমিকা রাখতে পারে।
ট্রাম্প বলেন, ‘এটা শুধু গাজা নিয়ে নয়, এটা মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে। আমি বিশ্বাস করি, ইরানও এই পুরো শান্তি প্রক্রিয়ার অংশ হবে।
তিনি আরো যোগ করেন, ‘বিশ্ব এই চুক্তির পেছনে এক হয়েছে। এটি ইসরায়েলের জন্য দারুণ, মুসলমানদের ও আরব দেশগুলোর জন্য দারুণ এবং আমাদের দেশ — যুক্তরাষ্ট্রের জন্যও দারুণ।’
ট্রাম্প দীর্ঘদিন ধরে ইঙ্গিত দিয়ে আসছেন, যদি আঞ্চলিক উত্তেজনা কমে যায়, তবে ভূমধ্যসাগর তীরবর্তী গাজা একসময় সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে পরিণত হতে পারে। তিনি বুধবার আবারও সেই আশা ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, ‘গাজা পুনর্গঠিত হবে। আশপাশের দেশগুলো, যাদের প্রচুর সম্পদ আছে, তারা এ কাজে সহায়তা করবে, কারণ তারাও এটা বাস্তবায়িত হতে দেখতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টায় সাহায্য করব এবং এটিকে শান্ত রাখতেও সাহায্য করব।’
এলএইস/