বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ।। ২৩ আশ্বিন ১৪৩২ ।। ১৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসরায়েলের হাতে বন্দি ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার ক্যাপ্টেন! খুলনায় ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল আউয়ালের গণসংযোগ বিসিবির ‘মাদরাসা ক্রিকেট’ চালুর প্রস্তাব ও আমাদের উদ্বেগ আলোকচিত্র শিল্পী শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ ও নিন্দা স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪ ইসরাইলি আগ্রাসনে সহযোগিতা করায় ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা শরিয়াহ আইন প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর বর্তাবে কি, যা বললেন শিশির মনির আলোকচিত্রী শহিদুল আলমকে নিরাপদে ফেরানোর দাবি জমিয়তের মহাসড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসরায়েলের হাতে বন্দি ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার ক্যাপ্টেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সামুদ ফ্লোটিলার অংশ হিসেবে গাজামুখী জাহাজ মারিয়া ক্রিস্টিন-এর অধিনায়ক ও ইতালীয় মানবাধিকারকর্মী টমাসো বোরতোলাজ্জি ইসরায়েলি বাহিনীর হেফাজতে থাকার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলা আক্রমণ করে তাকে ও অন্যদের আটক করে। আটক অবস্থায় তুর্কি সহযাত্রীদের প্রার্থনার সময় ইসরায়েলি পুলিশের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে একাত্মতা প্রকাশ করতে গিয়েই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন বলে জানান বোরতোলাজ্জি।

৪৪টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সামুদ ফ্লোটিলা (GSF) ৩০ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে। এতে শত শত আন্তর্জাতিক মানবাধিকার কর্মী অংশ নেন। তাদের লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

১ অক্টোবর ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় এই বহরে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে, যাদের মধ্যে ছিলেন বোরতোলাজ্জিও। পরে ৪ অক্টোবর কিছু অংশগ্রহণকারীকে দেশে ফেরত পাঠানো হয়।

ধর্মান্তরের পেছনের গল্প

ইস্তানবুলে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টমাসো বোরতোলাজ্জি। তিনি জানান, ইসরায়েলি পুলিশ যখন মুসলিম সহযাত্রীদের নামাজে বাধা দেয়, তখন তার মনে হয়েছিল এই অবিচারের বিরুদ্ধে কিছু একটা করা উচিত।

তিনি বলেন, ‌আমার সহযাত্রীরা তুরস্ক থেকে এসেছিলেন এবং প্রায় সবাই মুসলমান। তারা নামাজ পড়ছিলেন, তখন ইসরায়েলি পুলিশ এসে তাদের থামিয়ে দেয়। তখন আমি অনুভব করি, এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পরে আমার এক বন্ধুর সঙ্গে আমি শাহাদাত পাঠ করি।

তার ভাষ্যমতে, এই অভিজ্ঞতা ছিল ‘পুনর্জন্ম ও আলোর সন্ধান’।

ইসলাম গ্রহণের আগে বোরতোলাজ্জি তার শরীরের উল্কি (ট্যাটু) নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন, সেগুলো কি ইসলামে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে? তার তুর্কি সহযাত্রী বাকির দেবিলি তাকে বলেন, ‘বিশ্বাসই আসল, বাহ্যিকতা নয়।

দেবিলি আরও জানান, জেল পরিবহনের গাড়িতে বসেই বোরতোলাজ্জি শাহাদাত পাঠ করেন। তখন তিনি বলেন, টমি, ইসলাম গ্রহণের দশ সেকেন্ডের মধ্যেই তুমি এর মূল্য দিতে শুরু করেছ।

বোরতোলাজ্জি এখন ইসলামের পথে নতুন যাত্রা শুরু করেছেন। তিনি তুর্কি সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনিদের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি কালো-সাদা ফিলিস্তিনি কেফিয়াহ পরে ইসলাম গ্রহণের মুহূর্তটি বর্ণনা করছেন। তার বক্তব্যে উঠে এসেছে এক শান্তি, উপলব্ধি ও আত্মার নবজাগরণের গল্প।

সূত্র: ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ