বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ।। ২৩ আশ্বিন ১৪৩২ ।। ১৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ সফরে দ্বীনিয়াতের ভারতীয় মুরব্বি আলেমরা, দেখে নিন সফরসূচি কোরআন অবমাননা নিয়ে ৩২৫ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি স্থিতিশীলতা ও উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য: ধর্ম উপদেষ্টা মাদরাসায় ক্রিকেট চালুর ঘোষণা বিসিবির, মিশ্র প্রতিক্রিয়া প্রতারক চক্র সম্পর্কে গওহরডাঙ্গা বোর্ডের সতর্কবার্তা চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতার ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা ফোন হ্যাক হলে বোঝার উপায় জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে: ইসরাইলকে হামাস গোসল ফরজ হলে যে ৫টি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের সাবেক জামায়াত নেতা, বৃহস্পতিবার ফিরবেন দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্লোটিলা  থেকে  ইসরাইলি বাহিনীর হাতে আটক সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত নেতা মুশতাক আহমদকে মুক্তি দেওয়া হয়েছে।  বর্তমানে তিনি জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে অবস্থান করছেন।

মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেন।

ইসরাইলি বাহিনী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করার সময় মুশতাক আহমদসহ কয়েকশ কর্মীকে গ্রেফতার করে। গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ৪৪টি জাহাজের এই বহরটি গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল।

পোস্টে ইসহাক দার বলেন, সাবেক সিনেটর মুশতাক আহমদের মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। তিনি বর্তমানে পাকিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে আছেন, সুস্থ ও প্রফুল্ল আছেন। দূতাবাস তার ইচ্ছা ও সুবিধা অনুযায়ী দেশে ফেরার ব্যবস্থা করবে। 

তিনি আরও বলেন, মুশতাক আহমদের মুক্তিতে যেসব বন্ধুত্বপূর্ণ দেশ ভূমিকা রেখেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মুক্তির পর এক ভিডিও বার্তায় সাবেক সিনেটর মুশতাক আহমদ জানান, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর তাকে নেগেভ মরুভূমির কেচিওত কারাগারে (আনসার–৩ নামেও পরিচিত) রাখা হয়েছিল।

তিনি বলেন, আমাদের চোখ বেঁধে বন্দুক তাক করা হয়েছিল। আমি অনশন ধর্মঘট করেছিলাম। সেখানে বাতাস, বিশুদ্ধ পানি বা ওষুধের কোনো ব্যবস্থা ছিল না। আমাকে নির্যাতন করা হয়েছে।

মুশতাক আহমদ জানিয়েছেন, তিনি শিগগির পাকিস্তানে ফিরে বিস্তারিতভাবে তার অভিজ্ঞতা জানাবেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাব। 

এর আগে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও একই ফ্লোটিলায় আটক হন এবং ইসরাইলি হেফাজতে নির্যাতনের অভিযোগ আনেন। দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে বলা হয়, থুনবার্গকে বিছানার পোকায় (বেডবাগ) ভর্তি সেলে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না।

এদিকে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার ১৩১ জন ফ্লোটিলা কর্মীকে ইসরাইল থেকে অ্যালেনবি ব্রিজ সীমান্তপথে জর্ডানে ফেরত পাঠানো হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মীদের মধ্যে বাহরাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ২০টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন। 

সূত্র: জিও নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ