পাকিস্তান ভারতের সামরিক নেতৃত্বের উসকানিমূলক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি সতর্ক করেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। পাকিস্তান জানিয়েছে, এবার তারা আর সংযম দেখাবে না এবং কোনো দ্বিধা ছাড়াই শক্তভাবে প্রতিক্রিয়া দেবে।
শনিবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। একদিন আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেছেন, “পরেরবার ভারত আর সংযম দেখাবে না। যদি পাকিস্তান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা চালায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।” এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সতর্ক করে জানান, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো অ্যাডভেঞ্চার করে, তবে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত।
‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত উপসাগরীয় অঞ্চল। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার উসকানিমূলক মন্তব্যে তারা গভীর উদ্বিগ্ন। তারা দৃঢ়ভাবে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা ও প্রস্তুতি রাখে এবং এবার ভারতের ভূগোলগত নিরাপত্তা ধারণা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
চলতি বছরের এপ্রিল-মে মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চার দিনের সংঘাত হয়েছিল। ভারতের অভিযান ছিল ‘অপারেশন সিন্দুর’, পাকিস্তানের পাল্টা অভিযান ছিল ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’। সংঘাতের পর ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এনএইচ/