রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ ।। ২০ আশ্বিন ১৪৩২ ।। ১৩ রবিউস সানি ১৪৪৭


হামাস টেবিল উল্টে দিল, ট্রাম্প ফাঁদে পড়লেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব
ইসরায়েলি গণমাধ্যম শনিবার এক ধরনের ধাক্কা সামলানোর চেষ্টা করছে, যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেয় এবং ট্রাম্প তা স্বাগত জানান।
ঘটনার পর ইসরায়েলের রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। ইসরায়েলি সাংবাদিক ও বিশ্লেষকরা মনে করছেন, হামাস সরাসরি ট্রাম্পের প্রস্তাব মানেনি বরং নতুন করে আলোচনার দরজা খুলেছে।

ফাঁদে পড়লেন ট্রাম্প
ইসরায়েলি সাংবাদিক বারক রাভিদ জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের প্রতিক্রিয়া একেবারেই আশা করেননি। ওয়ালা নিউজ ও অন্যান্য মাধ্যমগুলো বলছে, নেতানিয়াহু ও তাঁর উপদেষ্টারা এখনো কীভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নিয়ে চিন্তায় আছেন।
কান টিভি মনে করছে, ট্রাম্প এমনভাবে কথা বলছেন যে ইসরায়েল এখন আর বলতে পারছে না যে হামাসের উত্তর তাদের জন্য অগ্রহণযোগ্য। বিশ্লেষক আমির বোহবুত বলছেন, হামাস আসলে “মানসিক যুদ্ধ” চালাচ্ছে এবং জটিলতার বোঝা ইসরায়েল ও আমেরিকার কাঁধে চাপিয়ে দিয়েছে।

নোবেলের জন্য ইসরায়েল বিক্রি
ইসরায়েলি আর্মি রেডিওর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প “পুরোপুরি পাগলামি” করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে অবিলম্বে গাজা বোমাবর্ষণ বন্ধ করতে হবে এবং হামাস নাকি শান্তির জন্য প্রস্তুত। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মহল এ ধরনের পরিস্থিতি সব সময় ভয় করছিল।
চ্যানেল ১৩-এর মতে, হামাস এই প্রক্রিয়ায় বিজয়ী হয়ে উঠেছে। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম “হাদাশত বজমান” বলছে, ট্রাম্পের সিদ্ধান্তের পর “টেবিল ঘুরে গেছে”—যেখানে কয়েক দিন আগে নেতানিয়াহু দাবি করেছিলেন, বিশ্ব এখন হামাসকে চাপ দিচ্ছে।
ওয়াই-নেট মন্তব্য করেছে, “ট্রাম্প আসলে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইসরায়েলকে বিক্রি করে দিয়েছেন।”

হামাস কী বলছে?
ইসরায়েলি সাংবাদিক আলমগ বোকেরের বিশ্লেষণ অনুযায়ী,
ট্রাম্প চান আন্তর্জাতিক বাহিনী, হামাস প্রস্তাব করছে টেকনোক্র্যাট সরকার।
ট্রাম্প চান ৭২ ঘণ্টার মধ্যে সব বন্দি মুক্তি, হামাস শর্ত দিচ্ছে দখলদার সেনা প্রত্যাহারের।
ট্রাম্প চান হামাস নিরস্ত্র হোক। হামাস এ বিষয়ে কোনো উত্তর দেয়নি।
মোটের ওপর হামাস আসলে নতুন আলোচনার পথ খুলেছে। নিরস্ত্রীকরণে রাজি হয়নি, আর ট্রাম্প ইসরায়েলকে এমন এক অস্বস্তিকর অবস্থায় ঠেলে দিয়েছেন যেখানে তারা সহজে হামাসের উত্তর প্রত্যাখ্যান করতে পারছে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ