শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত: রিজভী যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাঁধা সৃষ্টি করছে তারা আওয়ামী লীগের প্রতিনিধি: ড. হেলাল উদ্দিন জামিয়া মারকাযুস সুন্নাহর সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী যারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর হামাস: ট্রাম্প পরিকল্পনায় সরাসরি সমর্থন নয়, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমাধান ট্রাম্পের প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু, লাপিদের চোখে "অভূতপূর্ব সুযোগ" গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির প্রাণহানি বাবুনগরীকে নিয়ে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী জানা গেল আগামী বছরের রোজার শুরুর সম্ভাব্য তারিখ

হামাস: ট্রাম্প পরিকল্পনায় সরাসরি সমর্থন নয়, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুহাম্মাদ শোয়াইব||

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, এ পরিকল্পনা নিয়ে হামাস সরাসরি ও নিঃশর্ত সমর্থন দেয়নি। বরং এটি জাতীয় স্বার্থ, জনগণের কষ্ট লাঘব এবং আন্তর্জাতিক সমর্থনের প্রেক্ষাপটে বিবেচনা করছে।

তিনি ব্যাখ্যা করেন, হামাসের সিদ্ধান্ত তিনটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে—গাজার গণহত্যা ও মানবিক সংকট বন্ধ করা, জাতীয় দায়িত্ব হিসেবে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করা এবং আরব-ইসলামি ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্মান জানানো।

হামদান বলেন, পরিকল্পনাটিকে তিনটি ভাগে দেখা যায়। প্রথমত, যুদ্ধবিরতি, দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দিবিনিময়। দ্বিতীয়ত, যুদ্ধ শেষে গাজা পরিচালনা—যেখানে হামাসের প্রস্তাব হলো, স্বাধীন ব্যক্তিত্বদের নিয়ে একটি ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ গঠন করা, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিত হবে। তৃতীয়ত, ভবিষ্যৎ রাষ্ট্র ও সংঘাত সমাধানের প্রশ্ন, যা পুরো জাতির ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে হতে হবে।

বন্দিবিনিময় প্রসঙ্গে তিনি জানান, জীবিত বন্দি ও শহীদদের দেহাবশেষ উদ্ধারে সময় ও নিরাপত্তা পরিস্থিতি দরকার হবে। ৭২ ঘণ্টার মধ্যে সব সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে, তাই প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতা জরুরি।

গাজায় কোনো বিদেশি বাহিনী মোতায়েনের প্রস্তাবকে হামাস প্রত্যাখ্যান করেছে। হামদান বলেন, “আমরা কেবল ফিলিস্তিনি নেতৃত্বাধীন সমাধান গ্রহণযোগ্য মনে করি। আরব বাহিনী থাকলেও তা অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল যে শর্তে হামাসকে অস্ত্র সমর্পণের কথা বলছে তা অযৌক্তিক, কারণ পশ্চিম তীরেও হামাসের সশস্ত্র উপস্থিতি নেই, তবু দখলদারিত্ব চলছে। হামাসের অবস্থান হলো—স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রতিরোধের অস্ত্র হবে রাষ্ট্রের অস্ত্র।

ওসামা হামদান বলেন, হামাস যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরিষ্কার গ্যারান্টি চাইছে, যাতে ইসরায়েলকে পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য করা যায়। একইসঙ্গে তিনি কাতার ও মিসরের মধ্যস্থতাকারী ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন, ভবিষ্যতে তাদের দায়িত্ব হবে সমঝোতা বাস্তবায়ন নিশ্চিত করা এবং পুনর্গঠন প্রক্রিয়া সমর্থন করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ