শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত: রিজভী যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাঁধা সৃষ্টি করছে তারা আওয়ামী লীগের প্রতিনিধি: ড. হেলাল উদ্দিন জামিয়া মারকাযুস সুন্নাহর সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী যারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর হামাস: ট্রাম্প পরিকল্পনায় সরাসরি সমর্থন নয়, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমাধান ট্রাম্পের প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু, লাপিদের চোখে "অভূতপূর্ব সুযোগ" গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির প্রাণহানি বাবুনগরীকে নিয়ে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী জানা গেল আগামী বছরের রোজার শুরুর সম্ভাব্য তারিখ

ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ বেড়েই চলছে। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৮৮ জনে।

শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৬ হাজার ২৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ৬৩ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ২২৭ জন।

এতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৫ জন ফিলিস্তিনি নিহত ও ৮০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে শুধু মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ জনে এবং আহতের সংখ্যা ১৯ হাজার ৫৪ জন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ