ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি বোর্ডিং স্কুল ভবন ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। শুক্রবার ধ্বংসস্তুপ থেকে আরও দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি।
সোমবার বিকেলে নামাজের প্রস্তুতিকালে হঠাৎ স্কুলটির একটি অংশ ধসে পড়ে। এতে বহু শিক্ষার্থী ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার পরিচালক যুধি ব্রামান্তিও জানান, সর্বশেষ মরদেহ দুটি পাওয়া গেছে ওযুখানার ধ্বংসস্তুপ থেকে।
এর আগে অন্তত ৫৯ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হয়। স্বজনরা ধ্বংসস্তুপের পাশে দাঁড়িয়ে প্রিয়জনদের খোঁজ করছেন।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত চলছে। মঙ্গলবার এলাকায় ভূমিকম্প আঘাত হানায় উদ্ধারকাজও ব্যাহত হয়।
এখন পর্যন্ত কেবল একটি ক্রেন ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার ৭২ ঘণ্টা পার হয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। উদ্ধার ত্বরান্বিত করতে অতিরিক্ত যন্ত্রপাতি আনার প্রস্তুতি চলছে।
এনএইচ/