ইসরাইলপন্থি এক বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছয় সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।
ইরানি সংবাদ সংস্থা মেহের জানায়, এরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে ওই হামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিল গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করা এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণসংক্রান্ত দুটি আইন অনুমোদন করেছে।
কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, এসব আইনে কোনো শরিয়াহ বা সাংবিধানিক বিরোধ নেই। নতুন গুপ্তচরবৃত্তি আইন অনুযায়ী, ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
অন্যদিকে, বেসামরিক ড্রোন ব্যবহারে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকির জন্য আলাদা আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
সূত্র: মেহের নিউজ
এনএইচ/