শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ।। ১৮ আশ্বিন ১৪৩২ ।। ১১ রবিউস সানি ১৪৪৭


জি-৭ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জি-৭ দেশ এবং কয়েকটি ইউরোপীয় রাষ্ট্রদূত এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তারা আফগান জনগণকে সমর্থন পুনর্ব্যক্ত করে ইসলামিক আমিরাতকে মানবাধিকার রক্ষা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের স্থায়ী শান্তি ও সাফল্যের জন্য রাজনৈতিক বহুত্ববাদ এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা অপরিহার্য। এছাড়া তালেবানদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে “গঠনমূলক এবং সৎ বিশ্বাসে” জড়িত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানি বলেন, “এটি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো মনে হচ্ছে, কারণ কোনো দেশ বা প্রতিবেশীর ওপর এ ধরনের চাপ নয়।” অন্য বিশ্লেষক ইউসুফ আমিন জাজি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের অবস্থান উপস্থাপন করার মাধ্যমে কথা এবং প্রস্তাবগুলোর গুরুত্ব নিশ্চিত করা যায়।”

ইসলামিক আমিরাত এ আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত নিশ্চিত করেছেন, “আফগান মাটি অন্য দেশের জন্য কোনো হুমকি নয় এবং দেশব্যাপী নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।”

এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যরাও জোর দিয়ে বলেছিল, আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকারই স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার একমাত্র উপায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ