শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ বাগেরহাট-১ আসনেও লড়বেন ইবনে শাইখুল হাদিস বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চান জামায়াত আমির সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার গভীর রাতে হাদির কবরের পাশে অঝোরে কাঁদলেন আবদুল হাই সাইফুল্লাহ ভারতবিরোধিতার অভিযোগে শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮  ইবনে শাইখুল হাদিসের সঙ্গে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাক্ষাৎ ‘ইউরোপিয়ান কালচারে থেকেও ইসলামের প্রতি তাঁর অগাধ বিশ্বাস বৃদ্ধি পেয়েছে’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি, ইসরায়েলসহ শতাধিক স্বেচ্ছাসেবককে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

বিশ্বব্যাপী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আজ বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ৪৭টি দেশের ৪৪৩ জনের বেশি স্বেচ্ছাসেবককে আটক করেছে। গত রাতে ইসরায়েলি সেনারা এই বহরের কয়েকটি জাহাজকে আঞ্চলিক জলে আটক করে আসদুদ বন্দরে নিয়ে গেছে।

বহরের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা “শান্তিপূর্ণ নাগরিক বহরের জাহাজে থাকা শতাধিক স্বেচ্ছাসেবককে হাইজ্যাক করেছে, যারা গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করছিল।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, অংশগ্রহণকারীরা ইসরায়েলি সেনাদের পানি নল ও দূষিত পানিতে আক্রমণের শিকার হয়েছেন, এবং তাদের যোগাযোগ ব্যবস্থায়ও বাধা সৃষ্টি করা হয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মুক্তি প্রদান করা।

আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, বহরের তিনটি জাহাজ এখনও গাজার উদ্দেশ্যে চলাচল করছে। এর মধ্যে একটি জাহাজ “মারিনেট” গাজার থেকে প্রায় ৪৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে, এছাড়া দুটি জাহাজে আইনজীবী ও প্রমাণ সংগ্রহকারী বিশেষজ্ঞরা রয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, “আস্তূল আল-সুমুদ” বহরের সব জাহাজকে আটক করা হয়েছে, শুধু একটি জাহাজ এখনও গাজার কাছাকাছি অবস্থানে।

প্রথমে সকালে “আস্তূল আল-সুমুদ আল-মাগরিবি” ঘোষণা করেছিল যে তারা গাজার আঞ্চলিক জলে প্রবেশ করেছে। তবে ইসরায়েলি সম্প্রচার সংস্থার সূত্রে জানা গেছে, গাজার তীরে কোনো জাহাজ প্রবেশ করতে সক্ষম হয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ