সৌদি আরব একটি স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে হজ এবং পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণ করা হবে। দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি হজ ও পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উচ্চতর পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমানের বিশেষ উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন সালমান, যিনি কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভসের চেয়ারম্যানও।
জাদুঘরটির লক্ষ্য হলো শতাব্দীকাল ধরে চলে আসা হজের ইতিহাস ও ইসলামের পবিত্র স্থানগুলোর পরিবর্তনশীল সেবার বিবরণ তুলে ধরা। এটি হজের আচার-অনুষ্ঠান, রীতি এবং সেবার বিবর্তন বিষয়ে নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে কাজ করবে।
এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে ‘হজ ও পবিত্র দুই মসজিদ বিষয়ক বিশ্বকোষ’ নামের একটি বৃহৎ গবেষণা প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান এ উদ্যোগগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করছেন।
বৈঠকে আরও ঘোষণা দেওয়া হয় যে মদিনায় অনুষ্ঠিত হবে ‘Historical Events in the Prophet’s Biography: Perspectives on Research and Documentation’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান।
সূত্র : সৌদি গেজেট ও গালফ নিউজ
এনএইচ/