আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে। তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার পর সোমবার এ পরিস্থিতি তৈরি হয়।
ইসলামাবাদ থেকে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সাইবার নিরাপত্তা ও ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, বর্তমানে দেশজুড়ে স্বাভাবিক ইন্টারনেট সংযোগের মাত্র ১৪ শতাংশ সচল রয়েছে। সংস্থাটির মতে, আফগানিস্তানে এখন কার্যত টেলিকম ব্ল্যাকআউট চলছে।
এনএইচ/