তামিলনাড়ুর কারুরে সভাস্থলে পদদলিত হয়ে ৪০ জন নিহতের ঘটনায় অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জানান, হতাহতের ঘটনায় বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে টিভিকে দলের সভাপতি হিসাবে আছেন বিজয়। অভিযুক্ত অন্য নেতারা হলেন-বুসসি আনন্দ, নিরমল কুমার ও ভি.পি. মাথিয়ালাগান।
তাদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি।
আগামী বছরের রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জনসভা করে রাজনৈতিক দল। মর্মান্তিকভাবে সেদিন সভাস্থলে পদদলিত হয়ে নিহত হন ৪০ জন। যেখানে ১৭ জন নারী ও ৯টি শিশুও রয়েছে। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে ৫০ জনের বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের বলছে, টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় দ্বিগুণেরও বেশি ছিল।
এছাড়া বিজয় থালাপতির বিরুদ্ধে বিলম্ব করে সমাবেশস্থলে পৌঁছানোর অভিযোগও উঠেছে। কেউ কেউ বলছেন, বিজয়কে একনজর দেখার জন্য অসংখ্য মানুষ সারাদিন অপেক্ষা করেছেন। এরপর সন্ধ্যায় তিনি মঞ্চে উঠলে লোকজন মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। তখন তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখান থেকেই মূলত ট্র্যাজেডির সূত্রপাত হয়।
এদিকে কারুরের জনসভায় হতাহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন ‘এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।
শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি এই তারকা। সমাবেশে প্রাণ হারানো প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
আরএইচ/