শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাট-১ আসনেও লড়বেন ইবনে শাইখুল হাদিস বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চান জামায়াত আমির সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার গভীর রাতে হাদির কবরের পাশে অঝোরে কাঁদলেন আবদুল হাই সাইফুল্লাহ ভারতবিরোধিতার অভিযোগে শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮  ইবনে শাইখুল হাদিসের সঙ্গে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাক্ষাৎ ‘ইউরোপিয়ান কালচারে থেকেও ইসলামের প্রতি তাঁর অগাধ বিশ্বাস বৃদ্ধি পেয়েছে’ থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি

 মুসলিম পর্যটকবান্ধব হচ্ছে জাপান, শপিং মলে নামাজের ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপান দিন দিন মুসলিম পর্যটকবান্ধব হয়ে উঠছে। পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতে মুসলিম পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নামাজের আলাদা কক্ষ।

গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশে থেকে জাপান ভ্রমণে গেছেন দ্বিগুণেরও বেশি মুসলিম পর্যটক ।

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে। এর পেছনে কাজ করেছে মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের মার্কেটিং, ইয়েনের দরপতন আর বাড়তি সরাসরি ফ্লাইট।

এই প্রবণতা জাপানের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবাচ্ছে। হালাল খাবারের পাশাপাশি নামাজের ব্যবস্থা এখন মুসলিম পর্যটক টানার বড় উপাদান হয়ে উঠেছে।

টোকিওর অভিজাত শপিংডিস্ট্রিক্ট গিনজার ‘মাতসুয়া গিনজা’ ডিপার্টমেন্টাল স্টোরে নামাজের কক্ষ চালু করা হয়েছে, যেখানে নামাজ আদায়ের জন্য জায়নামাজ ও অজু করার জায়গা রয়েছে। জনপ্রিয় শিবুয়া পারকো শপিং সেন্টারও মুসলিম ক্রেতাদের জন্য নামাজের জায়গা চালু করেছে।

জাপানের বৃহত্তম শপিংমল অপারেটর ‘এইয়ন মল’ ইতিমধ্যে চিবা, কানাগাওয়া, আইচি, হিরোশিমা ও ওকিনাওয়াসহ সাতটি মলে নামাজ কক্ষ স্থাপন করেছে। ভবিষ্যতে তা আরও বৃদ্ধির ভাবনা রয়েছে।

শুধু শপিংমল নয়, বিমানবন্দরগুলোও এখন মুসলিম যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা করছে। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজের কক্ষ বাড়ানো হয়েছে; হানেদা বিমানবন্দরের ডিপার্চার লবিতেও নামাজের জায়গা রাখা হয়েছে। এতে দীর্ঘ ট্রানজিট বা ভোরের ফ্লাইটে যাত্রীদের জন্য সুবিধা হচ্ছে।

শহরের বাইরে পর্যটনকেন্দ্রগুলোও পিছিয়ে নেই। কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার প্রিমিয়াম আউটলেটেও এখন নামাজের ব্যবস্থা আছে। এতে মুসলিম পর্যটকেরা সহজেই ইবাদত করতে পারছেন। সূত্র: দ্য হালাল টাইমস

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ