শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ।। ১২ আশ্বিন ১৪৩২ ।। ৫ রবিউস সানি ১৪৪৭


 নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, শতাধিক মৃত্যুর আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে।এতে খনির ভেতর কর্মরত শতাধিক শ্রমিকের মৃত্যুর আমঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে কবলা হয়, গত বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন।  

উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল বলেন, ‘আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে বলে ধারণা আমাদের।’

ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি বলেছেন, ‘আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ