শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১১ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু জামিয়া পটিয়ার দাওয়াতি প্রশিক্ষণ কোর্সে প্রাচ্যবিদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা ধর্ম যার যার, উৎসব সবার—স্লোগানটি ঈমান পরিপন্থী: মাওলানা ইউসুফী নিখোঁজের ১০৪ ঘণ্টা পর খোঁজ মিলল মাওলানা মামুনুর রশীদের দেশে শান্তি ফিরিয়ে আনতে ইসলামী শাসনের বিকল্প নেই: ওবায়েদ বিন মোস্তফা অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণে একজন মু‌মিন যা কর‌তে পা‌রে না অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে: পীর সাহেব চরমোনাই সিলেট সদর উপজেলা ছাত্র জমিয়তের সংবর্ধনা অনুষ্ঠান  ‘আই লাভ মুহাম্মাদ’ ব্যানারের জেরে ভারতজুড়ে ২১ মামলা, আসামি ১৩২৪

‘আই লাভ মুহাম্মাদ’ ব্যানারের জেরে ভারতজুড়ে ২১ মামলা, আসামি ১৩২৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মাদ শোয়াইব ||

ভারতের বিভিন্ন রাজ্যে ‘আই লাভ মুহাম্মদ’ (সা.) লেখা ব্যানার টাঙানোর ঘটনায় পুলিশের ব্যাপক অভিযানে এখন পর্যন্ত ২১টি মামলা দায়ের হয়েছে এবং ১,৩২৪ জন মুসলমানকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (APCR)।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের কানপুরে এ মাসের শুরুতে প্রথম মামলা দায়ের হওয়ার পর থেকেই বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। সমর্থকরা বলছেন, ‘আই লাভ মুহাম্মাদ’ লেখা কেবল বিশ্বাস প্রকাশের একটি শান্তিপূর্ণ উপায়, কিন্তু পুলিশ দাবি করছে—এ ধরনের ব্যানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে।

APCR-এর পরিসংখ্যান অনুযায়ী, কেবল উত্তরপ্রদেশেই একাধিক মামলা হয়েছে, যার মধ্যে কানপুর, বাঘপত, শাহজাহানপুর ও উনাও উল্লেখযোগ্য। রাজ্যটির বাইরে উত্তরাখণ্ড, গুজরাট ও মহারাষ্ট্রেও মামলা হয়েছে। উত্তরাখণ্ডের কাশীপুরে এক মামলায় ৪০১ জনকে আসামি ও সাতজনকে গ্রেফতার করা হয়। গুজরাটের গোধরা ও বরোদায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা ও ১৭ জন গ্রেফতার হয়েছে। মহারাষ্ট্রের বাইকুল্লায়ও একটি মামলা দায়ের ও একজনকে গ্রেফতার করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো পুলিশের এই পদক্ষেপকে অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়ে বলছে, এটি মূলত ধর্মীয় অনুভূতি প্রকাশকে অপরাধে পরিণত করার শামিল। তবে পুলিশের দাবি, জনসমক্ষে এমন ব্যানার উত্তোলন করলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।

APCR জানায়, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যাগুলো রেকর্ড করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ