শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১১ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার শূরা অধিবেশন ও কমিটি পুনর্গঠন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অভিনন্দন জানানো কি বৈধ? নির্যাতিত মুসলিমদের জন্য যে দোয়া করবেন ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প কিশোরগঞ্জে গাজার মজলুমদের মুক্তি কামনায় দোয়া মাহফিল ফরিদপুরে জমিয়তের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কোনো ঘোষণা ছাড়া ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ করলেন মালিকরা, ভোগান্তিতে যাত্রীরা তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার উদ্যোগে দুই বিভাগে পাঠদান পদ্ধতি নিয়ে কর্মশালা ড. ইউনূস রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন: শায়খে চরমোনাই ‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’ 

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এছাড়া গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও জানান তিনি। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এটা কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না।’

বিবিসি জানায়, আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন গাজা নিয়ে একটি ভালো সমঝোতা ‘প্রায় কাছাকাছি’।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ দিন দিন বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে।

যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউইয়র্কে বলেছেন, এমন পদক্ষেপ হবে ‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।’

অন্যদিকে ৮৯ বছর বয়সী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতিসংঘে ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। তাই বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি। এসময় তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান। 

তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। ওয়াশিংটন মনে করছে, এটি হামাসের জন্য পুরস্কার হবে। 

তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস স্পষ্ট করে বলেন, শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে এটি সংযুক্ত করা হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ