ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানের (আইইএ) মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কখনই হস্তান্তর বা দর কষাকষির বিষয় হবে না।
আল আরাবিয়া ইংলিশকে দেওয়া সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, “আমরা দেশের কোনও অংশ কখনও বিদেশী দখলদারের হাতে দেব না। আফগানরা দখলদারিত্বের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার জবাবে তিনি বলেন, আফগানিস্তান তার ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবে না। তবে আইইএ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময়, কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিনিয়োগের বিষয়ে সংলাপে নিযুক্ত রয়েছে।
মুজাহিদ আরও বলেন, “আমাদের দেশ, জাতীয় সম্মান এবং জনগণের মূল্যবোধ রক্ষা করা আমাদের কর্তব্য। বাগরাম পুনরুদ্ধারের চেষ্টা কখনও গ্রহণযোগ্য হবে না।”
প্রসঙ্গত, বাগরাম বিমান ঘাঁটি একসময় আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল, যা ২০২১ সালের জুলাইয়ে পরিত্যাগ করা হয়।
এনএইচ/