শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাট-১ আসনেও লড়বেন ইবনে শাইখুল হাদিস বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চান জামায়াত আমির সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার গভীর রাতে হাদির কবরের পাশে অঝোরে কাঁদলেন আবদুল হাই সাইফুল্লাহ ভারতবিরোধিতার অভিযোগে শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮  ইবনে শাইখুল হাদিসের সঙ্গে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাক্ষাৎ ‘ইউরোপিয়ান কালচারে থেকেও ইসলামের প্রতি তাঁর অগাধ বিশ্বাস বৃদ্ধি পেয়েছে’ থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর সানচেজ এ আহ্বান জানান। 

গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচক হিসেবে সুপরিচিত সানচেজ জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, “এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হলেও এটি কোনো চূড়ান্ত পরিণতি নয়। বরং এটি মাত্র শুরু।”

সানচেজ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য হতে হবে। জাতিসংঘে অন্য রাষ্ট্রগুলোর মতো সমান মর্যাদায় ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত।’

সানচেজ আরো বলেন, ‘দ্বিতীয়ত, আমাদের অবিলম্বে বর্বরতা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে হবে।’

বামপন্থী স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার অন্যতম সমালোচক।

আয়ারল্যান্ড ও নরওয়ের পাশাপাশি স্পেন ইতিমধ্যেই গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। সানচেজকে নিয়ে এমন মন্তব্য করার পর, স্পেন মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে তলব করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ