দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও সরকারের দমননীতির বিরুদ্ধে একে একে পদত্যাগ করছেন নেপালের মন্ত্রীরা। মঙ্গলবার কৃষি ও পশুপালনমন্ত্রী রাম নাথ অধিকারী এবং পানি সরবরাহমন্ত্রী প্রদীপ যাদব পদত্যাগপত্র জমা দেন। এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেছিলেন।
মন্ত্রী রাম নাথ অধিকারী বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “গণতন্ত্রে প্রশ্ন করা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু তার বদলে আমরা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছি। দমন-পীড়ন, হত্যা আর শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়া হয়েছে। যেই প্রজন্ম দেশ গঠনে অংশীদার হওয়ার কথা ছিল, তাদের সঙ্গে যুদ্ধের মতো আচরণ করা হচ্ছে। এর জবাব না খুঁজে আমি ক্ষমতায় থাকতে পারিনি।”
অন্যদিকে, পানি সরবরাহমন্ত্রী প্রদীপ যাদব তার পদত্যাগপত্র জমা দিয়ে জেন-জি প্রজন্মের প্রতি সমর্থন জানান। দ্য কাঠমাণ্ডু পোস্টকে পাঠানো বার্তায় তিনি লেখেন, “প্রিয় তরুণ ভাই-বোনেরা, তোমরাই আমার প্রথম সঙ্গী, তোমরাই আমার শক্তির উৎস। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্ত থাকো এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করো।”
এদিকে, ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি-ও পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, চলমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।
কাঠমাণ্ডু ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, টায়ার জ্বালানো, রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ চালায়। হামলার শিকারদের মধ্যে অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলগুলোর সদর দপ্তরও ভাঙচুরের শিকার হয়েছে।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে আরও দুইজন নিহত হয়েছেন। সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত হওয়ার পর থেকে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।
অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির কারণে নেপালে অভ্যন্তরীণ বিমান চলাচল কার্যত বন্ধ রয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, রাজধানীর বাইরের বিমানবন্দরগুলো নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              