উত্তর গাজার জাবালিয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনার বর্ণনা দিয়েছে “কঠিন পরিস্থিতি” হিসেবে।
'হাদাশোত বাজমান' নামের ইসরায়েলি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, একটি সাঁজোয়া ইউনিটের চারজন সেনা জাবালিয়াতে আইইডি (হাতে তৈরি বোমা) বিস্ফোরণে নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভোরের সময় প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকের ওপর আইইডি বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেন, যার ফলে ট্যাংকের সব সদস্য নিহত হন।
হেলিকপ্টারের মাধ্যমে আহতদের তেল আবিবের ইকোলভ হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: আল-মায়াদিন
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              