মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৮ ভাদ্র ১৪৩২ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কেউ যেন না বলে, ভোট দিতে পারিনি : প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: জোনায়েদ সাকি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষী গ্রেফতার দেশি-বিদেশি শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে ইসলামি বইমেলায় শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি : মির্জা ফখরুল জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : আবদুল হালিম

আফগানিস্তানে মৃত্যু বেড়ে ৯০০, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে তালেবান সরকার। দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রবিবার আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ৯০০ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তৎপরতা চালায়। পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামগুলোতে কাদা ও পাথরের তৈরি ঘরবাড়ি ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ভূমিকম্পটি ছিল অগভীর, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ছয় মাইল গভীরে সংঘটিত হয়। এ ধরনের অগভীর ভূমিকম্প সাধারণত সবচেয়ে বেশি ধ্বংসাত্মক প্রভাব ফেলে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ মঙ্গলবার জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।


কর্তৃপক্ষের আশঙ্কা, উদ্ধার দলগুলো যখন আরো দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাবে, তখন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা।
 
কাবুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সহায়তা প্রয়োজন, কারণ এখানে অনেক মানুষ তাদের জীবন ও ঘরবাড়ি হারিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ