গত শনিবার গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলার স্থানে ফিলিস্তিনিরা জড়ো হন।
ফিলিস্তিনের গাজা সিটি দখলে নিতে হামলা আরও জোরদার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। গেল একদিনে উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩২ জন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল।
গতকাল রবিবার উপত্যকার দেইর আল বালাহ শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। একইদিন, ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন।
এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সেনারা এবং শিন বেট গৃহনিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ইসরাইলি সেনাবাহিনীর হাতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন। তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস।
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে। লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। আরও সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকেও নিশানা করা হবে।
সূত্র : আল-জাজিরা
আরএইচ/