বিশ্বের অন্যতম শীর্ষ মুসলিম স্কলার ও পাকিস্তানের প্রখ্যাত আলেমে দীন আল্লামা মুফতি মুহাম্মাদ তাকী উসমানীকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। চলতি বছরেই তার সফর হওয়ার সম্ভাবনা রয়েছে।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি আওয়ার ইসলামকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া সফরসূচিটি চূড়ান্ত নয়, বরং সম্ভাব্য প্রস্তাবগুলোর একটি মাত্র। তাই অগ্রিমভাবে প্রচার করা অনুচিত। হযরত তাকী উসমানীর সফরসূচি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
তবে বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে। এ উপলক্ষে মুফতি মিযানুর রহমান সবাইকে আহ্বান জানিয়েছেন, আল্লামা তাকী উসমানীর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া করতে।
এসএকে/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              