জাতিসংঘে দখলদার ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা জানান।
ওয়াইসির ওয়েবসাইটে প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রীদের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ইসরায়েলের সদস্যপদ হিসেবে নীতি লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলোর প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞার কারণে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত।
ওআইসি গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি উদ্যোগ ইসরায়েলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ ... ইসরায়েলের একগুঁয়েমি এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি সাড়া দিতে অস্বীকৃতির নিন্দা প্রকাশ করছে।
এতে আরও বলা হয়েছে, এটি চলমান যুদ্ধ ও অবরোধের জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করে, যার ফলে মানবিক বিপর্যয়, জিম্মি ও বন্দীদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযানের নামে এক কথায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। প্রায় দুই বছর ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৬২,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              