শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :

ইসরায়েলি হামলায় আরো ৬৫ জন ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন। পরিকল্পিত বৃহত্তর অভিযানের আগে ইসরায়েল হামলা জোরদার করায় এসব হত্যাকাণ্ড ঘটছে।

আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

ওই স্কুলের আঙিনায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরা যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, শেখ রাদওয়ানে একটি ভবনের ওপর দিয়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা উদ্বেগ নিয়ে তা দেখছিলেন।

কিছুক্ষণ পর ড্রোনটি একটি বিস্ফোরক নিক্ষেপ করে। এরপরের ফুটেজে লক্ষ্যবস্তুতে ধোঁয়া উঠতে দেখা যায়।

এছাড়া, গাজা সিটির তুফ্ফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো একজন নিহত হয়েছেন বলে আল-আহলি হাসপাতালের এক চিকিৎসা সূত্র জানিয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি যুদ্ধ শেষ করার ইসরায়েলের শর্ত না মানে তবে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ