রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭


গাজায় পরিস্থিতি আরও জটিল, খাদ্যের অভাবে মানুষ মৃত্যুর মুখে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় জীবনযাত্রা মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে বিমান হামলা, আরেকদিকে খাদ্য সংকট ও অপুষ্টির কারণে চলছে ব্যাপক প্রাণহানি। শনিবার (২৬ জুলাই) গাজার অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৪২ জন সাধারণ মানুষ ছিল যারা মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন। আজ রবিবার (২৭ জুলাই) আবারও বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের তথ্যমতে, চলমান সংঘর্ষে গাজায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৭৭ জন। বিশেষত খাদ্য সংকটের কারণে গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি, তাদের মধ্যে শিশুদেরও অন্তর্ভুক্ত, অপুষ্টির কারণে মারা গেছেন।

এদিকে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থা 'ফ্রিডম ফ্লোটিলা' এর একটি জাহাজ, ‘হান্দালা’, গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল, কিন্তু ইসরায়েলি সেনারা সেটি আটক করেছে এবং এর ২১ জন ক্রুকে গ্রেপ্তার করেছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার ফিলিপ লাজারিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল যা ত্রাণ বিমান থেকে ছুঁড়ে ফেলছে তা কোনো সমাধান নয়। গাজার মানুষ খাদ্যাভাবে মারা যাচ্ছে। তিনি আরো বলেন, ইসরায়েলের উচিত অবিলম্বে স্থলপথ খুলে দেওয়া, যাতে জরুরি খাদ্য এবং ওষুধ গাজার ভেতরে পৌঁছাতে পারে।

এটি মনে রাখা দরকার যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান শুরু করে, যার ফলে সেদিনই ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়। এরপর থেকেই অবরোধ, হামলা এবং মানবিক সংকট চলছে।

বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো এবং বিভিন্ন দেশের সরকার ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানালেও, কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপের অভাবে পরিস্থিতি প্রতিনিয়ত আরও খারাপ হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ