রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


পাঁচ বছরের যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলের সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধবিরতিতে আগ্রহ দেখিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা পাঁচ বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, “পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত।” আজ শনিবার (২৬ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনা করতে যাচ্ছে। সেখানে মধ্যস্থতাকারীদের নিজেদের প্রস্তাবের কথা জানাবে তারা।

দুই সপ্তাহ আগে দখলদার ইসরায়েল হামাসকে ৪৫ দিনের একটি আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তারা জানায়, এর বিনিময়ে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। তবে গত ১৭ এপ্রিল ইসরায়েলি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস।

সশস্ত্র এ গোষ্ঠীটি বলে আসছে, দখলদার ইসরায়েলের সঙ্গে চুক্তি হলে সেটি অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হতে হবে। এছাড়া গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে, নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে এবং গাজায় তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।

তবে দখলদার ইসরায়েল পাল্টা দাবি করছে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। হামাস গাজার নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হলেও; অস্ত্র সমর্পণ করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তারা বলেছে, “প্রতিরোধের অস্ত্র নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। যতদিন দখলদারিত্ব আছে ততদিন এই অস্ত্র আমাদের হাতে থাকবে।”

পরবর্তীতে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদেনের কাছে নিশ্চিত করেন তারা ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতি চান। আর এ চুক্তির অংশ হিসেবে সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তিও দিয়ে দেবেন তারা।

সূত্র: এএফপি, মিডেল ইস্ট আই

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ