আসন্ন রমজান মাসে আফতাবনগর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় ওলামা সম্মেলন হবে।
জানা যায়, রমজান মাসের দ্বিতীয় দিনে (৩ মার্চ, সোমবার) এই সমে্মলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১ টায় মাদরাসা প্রাঙ্গনে সম্মেলন শুরু হবে। এতে দেশের শীর্ষ আলেমগণ উপস্থিত থাকবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী; সদর, জমিয়তে ওলামায়ে হিন্দ ভারত। এছাড়াও তিনি আফতাবনগর মাদরাসা মসজিদে রমজানের প্রথম ৫ দিন নফল ই’তিকাফ করবেন।
সভাপতিত্ব করবেন আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসার পরিচালক ও সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতী মোহাম্মদ আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফজুল হক, আল্লামা মুফতী মিযানুর রহমান সাঈদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতী মনির হুসাইন কাসেমী, আল্লামা ড. মুশতাক আহমাদ,আল্লামা হাফিজুদ্দীন, আল্লামা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, মুফতী আনোয়ার মাহমুদ, আল্লামা ইয়াইয়া মাহমুদ, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা লোকমান সাহেব সিলেটী, মাওলানা সিবগতুল্লাহ নূর ব্রাহ্মণবাড়ীয়া, মাও.আব্দুল হক ব্রাহ্মণবাড়ীয়া, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী রামপুরা, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী খুলনা, মাওলানা আব্দুল্লাহ সাহেব সিলেটী, মাওলানা আনোয়ারুল করীম যশোর, মাওলানা মহসিন উদ্দিন আফতাবনগর, মাওলানা ইলিয়াস আমীরি কিশোরগঞ্জ, মাওলানা শওকত হুসাইন সরকার নরসিংদী, মাওলানা শওকত আলী কাসেমী, মাওলানা আলী আহমাদ হুসাইনী নরসিংদী, মাওলানা মুসলেহ উদ্দিন কিশোরগঞ্জ, মাওলানা তাজুল ইসলাম ময়মনসিংহ, মুফতী সাঈদ আহমদ ও কলরবের জনপ্রিয় শিল্পী মাওলানা বদরুজ্জামান।
এছাড়াও দেশের শীর্ষ আলেমগণ সম্মেলনে উপস্থিত থাকবেন।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              