রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি ‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’ ফেনীর আল-জামিয়া আল-মাদানিয়ার ইসলাহি মজলিস ও আবনা সম্মেলন ৩ জানুয়ারি

তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিতে গাজায় বড় ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা এবার তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা এবার তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছেন। গাজা উপত্যকায় হু হু করে বয়ে যাওয়া হিমশীতল বাতাসে অনেকের তাঁবু উড়ে গেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধরা জীবন নিয়ে শঙ্কায় পড়েছেন। বাসস্থানের পাশাপাশি গরম পোশাকের মতো মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন তারা। যুদ্ধবিরতির দুই সপ্তাহ পার হলেও গাজার লাখ লাখ মানুষ এখনও গৃহহীন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় আগ্রাসন চালায় তেল আবিব। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের মধ্যেই গাজাবাসীকে এক ভয়াবহ শীতকাল পার করতে হয়েছে। যুদ্ধবিরতির পর ধ্বংসপ্রাপ্ত গাজায় দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে তীব্র শীত।

ইসরায়েলের বোমা হামলায় গাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হাজার হাজার পরিবার জীর্ণ তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে। তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিতে তাদের দুর্ভোগ বাড়ছে। বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজা কর্তৃপক্ষ বলছে, জরুরি ভিত্তিতে ১ লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন। তাঁবুর বাসিন্দা কাসেম আবু হাসুন বলেন, রাতে ঘুম থেকে উঠে দেখি বাতাসের কারণে তাঁবুগুলো ধ্বংস হয়ে গেছে। ঝোড়ো বাতাসে পোশাক ও খাবারে বালু ছড়িয়ে পড়েছে।

এদিকে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করবেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই হবে তাঁর প্রথম মধ্যপ্রাচ্য সফর। রুবিও ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। পরে ইসরায়েল, আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফর করবেন।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। তাদের অনেক জায়গা আছে। বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ফোরটিনে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সূত্র: বিবিসি ও আলজাজিরা।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ