মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্যোগ কবলিত শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ জোটবদ্ধ নির্বাচনে নিজ নিজ প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল অতীতে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে: মোহাম্মদ কামাল হোসেন বিশ্ব এইডস দিবস ২০২৫: অজ্ঞতা ভাঙলেই কমবে সংক্রমণের ঝুঁকি ‘আগামী নির্বাচনে ইসলামি শক্তির বিজয় নিশ্চিত করতে হবে’ তিন মাসে বয়ে যেতে পারে ৮টি শৈত্যপ্রবাহ জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া জমিয়ত ঘোষিত প্রার্থীদের গণসংযোগ অব্যাহত রাখার নির্দেশনা আফগান যুদ্ধাপরাধ ধামাচাপা দিয়েছিল যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা

ইমরানের দলের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে যোগাযোগ করছে না।

বুধবার সাংবাদিককের এ কথা জানিয়েছেন তিনি।  

মাওলানা ফজলুর রহমান বলেন, বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার মতো স্থিতিশীল অবস্থায় নেই। ফলাফল নির্ধারিত করার পরই এই সরকার গঠিত হয়েছে, যা আমরা মানি না।

তিনি বলেন, জনগণ মতামত দিলে এমনিতেই সরকারের পতন ঘটবে।

তিনি আরও বলেন, আমাদের মতে এটা পরিষ্কার যে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

এর আগে ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। 

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনের পর থেকেই জোটে যোগ দেওয়ার জন্য মাওলানা ফজলুর রহমানকে রাজি করাতে নানা কৌশল অবলম্বন করে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই উদ্দেশ্যে পিএমএল-এন ও পিপিপি নেতাদের প্রতিনিধিদল বেশ কয়েকবার তার বাসভবনে গিয়েছিলেন।  

পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ দেখা করেও মন গলাতে পারেননি মাওলানার। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচনেও ভোট দেয়নি তার দল। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ