সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নে পরামর্শ সভা  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস ‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’  আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ টঙ্গীতে ইমামদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে কোরআনের অনুবাদ কপি বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন পাঠ কার্যক্রম শুরু করেছে মসজিদ পরিচালনা পর্ষদ। গত বছর দেশটির রাজধানীতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পর মসজিদকেন্দ্রিক বিভিন্ন এলাকায় এ উদ্যোগ নেয়া হয়। সবার মধ্যে কোরআন পাঠ ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করে নেদারল্যান্ডসের আর্নহেম তুর্কিয়েম মসজিদ ফাউন্ডেশন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের ছয়টি মসজিদ পরিচালনা করছে আর্নহেম তুর্কিয়েম মসজিদ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটি ডাচ দিয়ানাত ফাউন্ডেশনের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। মসজিদের আঙিনায় পথচারী, দর্শনার্থী ও অতিথিদের মধ্যে কোরআন অনুবাদের কপিগুলো দেয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি জ্যান্সপ্লিন স্কোয়ার ‘ডোন্ট বার্ন, রিড’ শীর্ষক এই উদ্যোগের আওতায় কোরআনের ডাচ অনুবাদের কপি বিতরণ করা হয়।

আর্নহেম মসজিদ ফাউন্ডেশনের সভাপতি গালিব আয়দেমির বলেন, ‘মুসলিমদের কাছে ইসলাম ও কোরআন কেন এত পবিত্র তা মানুষের কাছে তুলে ধরা এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা আর্নহেমের জনগণকে কোরআন বিতরণ করেছি, যেন আপনারা কোরআন পড়ুন। পবিত্র গ্রন্থকে না পুড়িয়ে এর মর্ম উপলব্ধি করুন। ডাচ ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ গ্রন্থ রয়েছে। ইসলামের শিক্ষা নিয়ে অনেক গ্রন্থ রয়েছে।’

পবিত্র কোরআনের অনুবাদ কপি পেয়ে এমন অভিনব উদ্যোগের প্রশংসা করেন জন মেটার্স। তিনি বলেন, ‘গত মাসের উসকানিমূলক কার্যক্রম সম্পর্কে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন, আপনি মানুষকে একে অন্যের বিরুদ্ধে শত্রুতে পরিণত করছেন। আমি মনে করি, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারি।’

গত জানুয়ারি মাসে নেদারল্যান্ডসের গেলডারল্যান্ড প্রদেশে কোরআন পোড়ানোর চেষ্টা করেন পেগিডার নেতা এডউইন ভেগেনসভালদ। এ ঘটনায় আর্নহেম শহরের মেয়র আহমেদ মারকুচোসহ স্থানীয় মুসলিমরা প্রতিবাদ জানান। এর আগে গত বছর রাজধানী হেগে প্রকাশ্যে পৃষ্ঠা ছিঁড়ে পবিত্র কোরআন অবমাননা করা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ