সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

আবারো মার্কিন জাহাজে হুথিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগরে আরও এক মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনভিত্তিক সশস্ত্র সংগঠনটি বলছে, কেওআই জাহাজটি মার্কিনিরা পরিচালনা করে। 

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণে অপারেট করা একটি জাহাজ বোর্ডে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে সংস্থাটি ওই জাহাজের নাম জানাতে পারেনি। 

এর আগে ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে উৎক্ষেপণের জন্য স্থাপন করা ১০টি হুথি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটি। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্য কেওআই লাইবেরিয়ান পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। এটি যুক্তরাজ্যভিত্তিক ওসিওনিক্স সার্ভিসেস পরিচালনা করে। একই কোম্পানির বহরে তেল ট্যাংকার মার্লিন লুয়ান্ডা রয়েছে, যা শনিবার একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার বলেছেন, সশস্ত্র বাহিনী কেওআই নামে একটি আমেরিকান বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

তিনি বলেন, জাহাজটি ‘অধিকৃত ফিলিস্তিনের বন্দরের দিকে যাচ্ছিল। 

হুথি মুখপাত্র বলেন, লোহিত এবং আরব সাগরে সমস্ত আমেরিকান ও ব্রিটিশ জাহাজ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসন অব্যাহত থাকবে। 

ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, ইয়েমেনে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা ১০টি ড্রোন এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন যুদ্ধজাহাজের জন্য হুমকি তৈরি করেছে। একটি হুথি ড্রোন গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ ১০টি ধ্বংস করা হয়েছে। সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ