বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

এবার আনুষ্ঠানিকভাবে গাজা ও পশ্চিম তীরকে দখল করতে যাচ্ছে ইসরাইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরকে একান্তই নিজেদের করে নিতে আইনসভার বৈঠক করলো  ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রবিবার (২৯ জানুয়ারি) অবৈধ দেশটির আইনসভা নেসেটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গাজা ও পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করে নেওয়ার ও এতে আরো ইহুদি শরণার্থী শিবির স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়।

এছাড়া যে অসলো চুক্তির মাধ্যমে ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ফিলিস্তিনি জোট ইসরাইল বিরোধী স্বাধীনতা যুদ্ধের ইতি টেনেছিলো এবং ইসরাইলও তাদের সরকারকে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীর সহ বিভিন্ন অংশে তাদের কর্তৃত্ব মেনে নিয়েছিলো সেই চুক্তিকে প্রত্যাখ্যান করা হয়।

চুক্তির তোয়াক্কা না করে পশ্চিম তীর ও গাজাকে নিজেদের করে নিতে অসলো চুক্তিকে মৃত বলে ঘোষণা দেয় অবৈধ রাষ্ট্রটির এক মন্ত্রী।

গাজা ও পশ্চিম তীরকে আক্ষরিক অর্থে ইসরাইলের অংশ করে নেওয়ার এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একে আন্তর্জাতিক আদালত কর্তৃক সদ্য প্রকাশিত রায়ের অবমাননা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্বে থাকা দলটি।

এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জায়োনিস্টদের এই ফ্যাসিবাদী আইনসভার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ও নিন্দা প্রকাশের আহবান জানায় সংগঠনটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ