মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

গাজায় ইহুদি বসতি গড়ার ঘোষণা দিয়ে ইসরায়েলি মন্ত্রী-এমপিদের নাচানাচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদি বসতি গড়ার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী-এমপিরা।

রবিবার রাতে জেরুজালেমে একটি কনফারেন্স থেকে এই ঘোষণা দেন তারা। এতে যোগ দেন ডানপন্থী কয়েক হাজার ইসরায়েলি।

ওই সমাবেশে ইসরায়েল সরকারের ১২ জন মন্ত্রী ও জোটভুক্ত ১৫ জন এমপি প্রকাশ্যে এই ঘোষণা দেন। 

তারা গাজাবাসীকে স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে অন্যত্র যাওয়ার আহ্বান জানান এবং হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হলে গাজার প্রাণকেন্দ্রে বসতি গড়ার ঘোষণা দেন।

এ সময় অতিডানপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে সমর্থকদের সঙ্গে নিয়ে নাচতে দেখা যায়।

ইসরায়েলি মন্ত্রী-এমপিদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই কনফারেন্সে ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহিও যোগ দেন।

ওই কনফারেন্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিও গাজায় বসতি গড়ার ঘোষণা দেয় এবং গাজাবাসীকে স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, গত  ‍শুক্রবার গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও গাজাবাসীকে জোরপূর্বক উচ্ছেদের ষড়যন্ত্রের মতো অভিযোগ আনা হয়।

এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের ওই রায়ের মাত্র দু’দিন  পরই গাজায় ইহুদি বসতি গড়ার ঘোষণা দিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধ ১১৫ দিনে পৌঁছেছে। এই সময়ে গাজায় অন্তত ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, জেরুজালেম পোস্ট

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ