বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

মার্কিন–ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগর উত্তেজনার পরিপ্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

দেশটিতে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীদের যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে নাগরিকত্ব রয়েছে, তাদের ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা। এ জন্য তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরই মধ্যে এ ব্যাপারে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

চিঠিতে হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।
ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করেন পিটার হকিন্স। তিনি নিজেও ব্রিটেনের নাগরিক।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইরান–সমর্থিত হুথি বিদ্রোহীরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

পরপর্তীতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সংশ্লিষ্ট জাহাজকেও লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দেয় হুথিরা। এমনকি মার্কিন জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে পশ্চিমাদের উদ্বেগের আরও বেড়ে যায়। এ অবস্থায় ইয়েমেনে

একাধিকবার হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার অংশ হিসেবেই ইয়েমেনে কর্মরত জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল হুথিরা। সূত্র: স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ, আরব নিউজ, সিনহুয়া, টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ