শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
রাজসাক্ষী হওয়ার শর্তে চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালের ক্ষমা ইসলামী আন্দোলনের গোলটেবিলে অন্য দলের যারা যোগ দিলেন  মিটফোর্ডে নৃশংস হত্যা, অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা: যুব মজলিস জুলাইয়ের আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআরই একমাত্র সমাধান: পীর সাহেব চরমোনাই মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ  ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘শান্তিপ্রিয়’ ফিলিস্তিনি নেতৃত্বই যুদ্ধের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিণতি। এ সময় তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন।

টোকিওর ইকুরা গেস্ট হাউসে জি-৭ বৈঠকে তিনি বলেন, যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার। এটি অপরিবর্তনীয়। আমরা দ্বি-রাষ্ট্র সমাধান দেখতে চাই। 

জি-৭ শীর্ষ সম্মেলনে আরও ক্লেভারলি বলেন, স্বল্প মেয়াদে এটা অনিবার্য যে, গাজায় সৈন্য থাকায় ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যত দ্রুত সম্ভব শান্তিপ্রিয় ফিলিস্তিনি নেতৃত্বের দিকে অগ্রসর হওয়াই সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল।

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল, এমন ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।

সোমবার মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। যুদ্ধ শেষে গাজা কে শাসন করবে—এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, তার ধারণা, যুদ্ধ শেষ হলে অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল।

নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে। (গাজার) নিরাপত্তার দায়িত্বে না থাকলে কী হয়, সেটা আমরা দেখলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ