সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজকের দিনটি বাংলাদেশিদের জন্য প্রেরণার : তারেক রহমান ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ডিজিটাল বিভাগে লোকবল নেবে ঢাকা মেইল আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: মিসর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে মিসর। 

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেছেন, ইসরায়েল ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিলেও ‘পশ্চিমা সংবাদমাধ্যমগুলো’ গাজায় মানবিক বিপর্যয়ের জন্য মিসরকে টার্গেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। খবর দ্য গার্ডিয়ানের।

তিনি লিখেছেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ‘বাস্তুচ্যুতের চিত্র প্রচার করছে, রাফাহ ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করছে, যদিও ইসরায়েলের হামলার জন্য এবং ত্রাণ প্রবেশে বাঁধা দেওয়ার জন্য ক্রসিংটি বন্ধ রয়েছে। এছাড়া তারা বিদেশি নাগরিকদের গাজায় আটকে থাকার জন্য মিসরকে দায়ী করে কটাক্ষমূলক সংবাদ প্রচার করছে।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেছেন, ‘রাফাহ ক্রসিং চালু আছে এবং তৃতীয় দেশের নাগরিকদের (বিদেশিদের) গাজা ছাড়ার ক্ষেত্রে মিসর কোনো বাধা দিচ্ছে না।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরবর্তীতে আরেকটি পোস্ট করেছেন। এতে তিনি শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া মিসরের শান্তি সম্মেলনের একটি ছবি প্রকাশ করে বলেছেন, ‘আগামীকাল এ ধরনের মনোভাব পরিবর্তন ও বিবেক জাগ্রত করার সুযোগ রয়েছে!!!’

এদিকে গত ৮ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর তারা সেখানে পানি, জ্বালানি ও খাবারসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। ইসরায়েল অবরোধ আরোপ করার পর মিসর দিয়ে ত্রাণ পাঠানোর জন্য দেশটির রাফাহ ক্রসিংয়ের কাছে জড়ো হয় শতশত ট্রাক। তবে সেগুলো যেন গাজায় প্রবেশ করতে না পারে সেজন্য ওই ক্রসিংয়ের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিরামহীন হামলায় গাজায় গত ১৪ দিনে ১ হাজার ৬৬১ শিশুসহ ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। তবে প্রতি মুহূর্তেই হতাহতের সংখ্যা বাড়ছে। 

সুত্র: দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ