সোমবার, ২০ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


নির্বাচনে অংশ নিতে ইমরানের দলের বাধা নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন । এ মন্তব্য করেছেন সোমবার দেশটির এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ।খবর ডনের

 পাকিস্তানজুড়ে গত ৯ মে বিক্ষোভ ও ভাঙচুরের নেপথ্যে ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। কাকার এ নিয়ে বলেন, ‘দুর্বৃত্তরা’ সেদিন ভাঙচুর চালিয়েছিল। জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা অপর এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের সোলাঙ্গি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল, তাই নির্বাচনে অংশ নিতে বাধা নেই তাদের।

মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন এই সরকারের অগ্রাধিকার। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর এম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ