মুয়াজ বিন নিজাম
ফরিদপুর,
ফরিদপুর জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার ৫৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৬ নভেম্বর বুধবার।
আজ ( ৭ নভেম্বর ) শুক্রবার মাদ্রাসার মিলনায়তনে মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরী পরামর্শ সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা নিজামুদ্দিন বিন জহুরুল হক ।
ফরিদপুরের শামসুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম আল্লামা মুফতী কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুলতানুল ওয়ায়েজিন খ্যাত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র অর্থ সম্পাদক ও ঢাকা বারিধারা মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী। দক্ষিণ বঙ্গের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
পুরুরা মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা নিজামুদ্দিন বিন জহুরুল হক দেশবাসীর কাছে মাহফিলের সফলতা ও কামিয়াবির দোয়া চেয়ে বলেন, অর্ধ শতাব্দীর ও বেশি সময় ধরে আমাদের এ অঞ্চলে প্রতিবছর ওয়াজ মাহফিলের মাধ্যমে সাধারণ মুসলমানদের মাঝে দ্বীনের ব্যাপক প্রচার-প্রসার ঘটে। এবং সাধারণ মানুষদেরকে দিনমুখী করে তুলতে বেশ ভূমিকাও রাখে। সে বিবেচনায় আমরা প্রতিবছর এ মাহফিলের আয়োজন করে থাকি। আর আমাদের এলাকার সাধারণ মানুষেরা একে বেশ স্বাচ্ছন্দের সাথে গ্রহণ করে।
মাহফিলের আয়োজনকে আরও বেগবান করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, ওয়াজ মাহফিলকে রীতিমতো দাওয়াতি মঞ্চ হিসেবে ব্যবহার করে দেশের প্রতিটি শহর, পাড়া-মহল্লায়, বিশেষত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজনকে বাড়ান উচিৎ। এবং নিয়মিত এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার মাধ্যমে সকলের সচেষ্ট থাকা অতীব জরুরী। যাতে করে এর মাধ্যমে দ্বীন দূরে থাকা সমাজে ইসলামের ব্যাপক প্রচার-প্রসার ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব বিষয়ে সাফল্য মন্ডিত করুক। আমিন।
উল্লেখ্য, প্রখ্যাত আলেমেদ্বীন, শায়খুত তাফসীর আল্লামা জহুরুল হক রহ. ১৯৭১ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এবং প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই তালিবুল ইলিমদেরকে ইলমে দিন শিক্ষার পাশাপাশি সর্বস্তরের মুসলমানদের মাঝে ঈমান, আমল ও ইসলামী চেতনা জাগানোর মাধ্যম হিসেবে ওয়াজ মাহফিলই বেশ ভূমিকা রেখে আসছে
এরই ধারাবাহিকতায় আগামী ২৬নভেম্বর রোজ বুধবার বাদ জোহর থেকে প্রতিষ্ঠানটিতে ২০২৫-এর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।
এমএম/
