বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল মাসকে সামনে রেখে ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৫’ আয়োজন করেছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও অংশ নিতে পারবেন। 

প্রতিযোগিতায় দুই পৃষ্ঠার প্রশ্নপত্র থাকবে। অন্তত ৩০টি প্রশ্নের সঠিক উত্তরদাতা পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন। অংশগ্রহণের জন্য ২০ টাকা মূল্যের ফরম পূরণ করতে হবে এবং ফরমটি উত্তরপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে— ঠিকানা: ৪র্থ তলা, ৫/১, চৌধুরীপাড়া (হাজীপাড়া), ডি.আই.টি. রোড, রামপুরা, ঢাকা-১২১৯।

পুরস্কারের মধ্যে রয়েছে— প্রথম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা সমমূল্যের বই এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা সমমূল্যের বই। এছাড়া সাতজন প্রতিযোগী (প্রতিজনকে) ৫ হাজার টাকা সমমূল্যের বই প্রদানসহ মোট লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব জানান, মুসলমানদের অন্তরে নবীজির ভালোবাসা জাগ্রত করা ও সর্বসাধারণের মধ্যে সিরাতের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাশাপাশি রবিউল আউয়াল মাসে সিরাত কুইজ, চিঠি প্রতিযোগিতা, প্রবন্ধ, বক্তৃতা ও ছোটদের জন্য বিশেষ আয়োজনও থাকছে।

প্রতিযোগিতায় সহযোগিতা করছে মাকতাবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম।

ফরম পেতে যোগাযোগ: 01909-862651
সার্বিক বিষয়ে যোগাযোগ: 01902-891996

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ