শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

তোহফাতুল ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হলো “তোহফাতুল ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ”-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোল্লা মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি ফজলে এলাহী নোমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যাকারিয়া মাহমুদ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাফেজ আবরার হাসান আইমান। তিনি তাঁর বক্তব্যে ফাউন্ডেশনের গঠনের পটভূমি, মূলনীতি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হামযাহ আল মাহদী। তিনি ফাউন্ডেশনের কার্যক্রম, বিভাগসমূহ এবং সমাজে এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক, বিশিষ্ট লেখক, সংগঠক ও প্রখ্যাত দাঈ মাওলানা রুহুল আমীন সাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং মাদ্রাসাতুল আবরার-এর সম্মানিত মুদীর মাওলানা মাযহারুল ইসলাম।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গন থেকেও যুক্ত হন গুরুত্বপূর্ণ অতিথিবর্গ। মিশর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন শিক্ষানুরাগী ড. মুফতি হাসিবুর রহমান আজহারী, এবং পাকিস্তান থেকে যুক্ত হন ফাউন্ডেশনের দাওয়াহ উপদেষ্টা মাওলানা উসামা আল ফারুক।

সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন সাদী। তাঁর হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবগঠিত এই ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ, মানবিকতা ও সমাজকল্যাণে একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন আয়োজনে অংশগ্রহণকারী সবাই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ