রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

কুমিল্লার বাইশগাঁওয়ে অসহায় শেফের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশজুড়ে দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির মহাপরিকল্পনার অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ ৩২৯ নম্বর প্রজেক্টের আওতায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাইশগাঁও বাজারে এক অসহায় দরিদ্র শেফের পাশে দাঁড়িয়েছে।

গত শুক্রবার আসরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”—একটি নতুন আশার আলো। এটি শুধু একজন শেফের জীবনে নয়, বরং পুরো বাইশগাঁও অঞ্চলে স্বনির্ভরতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ জনাব খোরশেদ আলম সাহেব উপস্থিত থাকার কথা থাকলেও, ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, তরুণ আলেম ও উদ্যোক্তা মাওলানা আরিফুল ইসলাম মাহফুজ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে হোটেলটির উদ্বোধন করেন।

মাওলানা আরিফুল ইসলাম মাহফুজ বলেন—“আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্ন। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষগুলো যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বাইশগাঁওয়ের এই প্রজেক্ট তার বাস্তব দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় অন্যান্য প্রতিষ্ঠানের অনুপস্থিতির মধ্যেও আস-সুন্নাহ ফাউন্ডেশন মনোহরগঞ্জের দুর্গত এলাকায় এক থেকে দেড় মাসব্যাপী ধারাবাহিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩০ থেকে ৪০টিরও বেশি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

উপস্থিত সবাইকে ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ