রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বানতিয়ার বালিকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ। যমুনা নদীবেষ্টিত এই চরাঞ্চলে আজ  (২৯ মে বৃহস্পতিবার) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চৌহালী উপজেলার বানতিয়ার বালিয়াকান্দি দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেও সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা চালিয়ে যান চিকিৎসক ও স্বেচ্ছাসেবকেরা।

এ ক্যাম্পে প্রায় ২০০ জন নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নেন। পাশাপাশি তাদেরকে তিন দিনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

দিনভর এ কার্যক্রমে চিকিৎসাসেবা দেন ডা. এম শিহাব উদ্দিন (পিজি হাসপাতাল, ঢাকা), ডা. শরীফ মো. আল আমিন রেজা (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), ডা. নূরুল আমিন হাওলাদার (ব্রাদার্স মেডিকেল হল, লালবাগ, ঢাকা)।

ক্যাম্পের সমন্বয়ক ছিলেন মুফতি ওমর ফারুক। উদ্বোধন করেন লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ও মজলিসে সূরার সদস্য মাওলানা জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মাওলানা শাহাদাত বরিশালী, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাব্বিরসহ কয়েকজন স্থানীয় তরুণ। তারা ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, "এই ক্যাম্পের মাধ্যমে আমরা চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ