মাদানী মজলিসের ব্যবস্থাপনায় নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ. এর বিশিষ্ট খলিফা শায়খ মুফতী হাফীজুদ্দীন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া তিনি বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদানী মজলিসের সদস্যবৃন্দ মাওলানা আলী আজগর, মুফতী মোস্তফা কামাল, মুফতী শুয়াইব, মুফতী সাইদুল ইসলাম, মুফতী হানযালা, মুফতী মাহফুজুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইউসুফ, জনাব ওফিজল মাঝি (হযরতের বড় ভাই), জনাব নুরুল ইসলাম, জনাব আবুল কালাম প্রমূখ।
কেএল/
 
                              
                           
                              
                           
                         
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1760017949.jpg) 
                              _medium_1759926783.jpg) 
                              _medium_1759816321.jpg) 
                              