|| হাসান আল মাহমুদ ||
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ফেনীর সালাহুদ্দীন মোড়ের কাছাকাছি আলীমুদ্দীনে লঙ্গরখানা ও সহায়তা ক্যাম্প স্থাপন করেছে মাওলানা মামুনুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস। প্রতিদিন প্রায় তিন-চার হাজার মানুষকে খাওয়ানো হচ্ছে খাবার।
আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে একটি ভিডিওতে দেখা যায়, বন্যাকবলিত মানুষের প্লেটে খাবার তুলে দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। সঙ্গে ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা এহসানুল হক, নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা জাহিদ জামান আওয়ার ইসলামকে জানান, ‘‘আলহামদুলিল্লাহ! বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ফেনীতে লঙ্গরখানা স্থাপন করা হয়েছে। আজ নিয়ে চার দিন চলছে খাবার পাকানো ও দুর্গত মানুষকে খাওয়ানোর কার্যক্রম। প্রতিদিন তিন-চার হাজার দুর্গত মানুষকে খাওয়ানো হচ্ছে।’
তিনি জানান, যারা এখানের চারিপাশে আশ্রয় নিয়েছে তাদেরকে যেমন খাওয়ানো হচ্ছে তেমনি বিভিন্ন এলাকায় গিয়েও আমাদের টিম পৌঁছে দিচ্ছে খাবার। এছাড়া, নানা সংগঠন, সংস্থার যেসব স্বেচ্ছাসেবীরা ফেনীতে কাজ করতে গেছেন, তাদেরকেও খাওয়ানো হচ্ছে।
 
  
মাওলানা মামুনুল হক ত্রাণতৎপরতা প্রসঙ্গে ফেসবুকে লিখেন, ‘ফেনীর সালাহুদ্দীন মোড়ের কাছাকাছি আলীমুদ্দীনে বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন যুব মজলিসের ত্রাণতৎপরতা পরিদর্শন, পর্যবেক্ষণ ও পরবর্তি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সফর করলাম । সেখানে আরো বৃহৎ পরিসরে কাজের জন্য লঙ্গরখানা সম্প্রসারণ করা হচ্ছে’।
বিভিন্ন আশ্রয়শিবির ও কাছে-দূরের দুর্গত মানুষের দোরগোরায় খাবার পরিবেশনের কাজ চলমান থাকবে বলে জানান তিনি।
‘সেই সাথে পানি সরে যাওয়া এলাকায় মানুষের নিকট প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহের কার্যক্রমও শুরু করা হবে ।দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি।– জানান তিনি।

মাওলানা আতাউল্লাহ আমীন জানান, ‘আলহামদুলিল্লাহ! সকাল থেকে এপর্যন্ত ২৫টি ডেগে সাড়ে তিন হাজার মানুষের খাবারের আয়োজন হয়েছে। রাত পর্যন্ত চুলা জ্বলবে। রান্নাকৃত খাবার আশ্রিত বন্যার্ত ও বিভিন্ন স্থান থেকে খেদমতে আসা স্বেচ্ছাসেবকদের মাঝে বিতরন করা হচ্ছে। গতকাল আড়াই হাজার মানুষের খাবার রান্না করা হয়েছে। আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশা আল্লাহ!’

তিনি বলেন, ‘আগামীতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি। আমাদের ত্রাণকার্যক্রমে শরীক হতে চাইলে যোগাযোগ নম্বর ও অন্যান্য :
বিকাশ ও নগদ পার্সোনাল : 01922614411
বিকাশ,নগদ ও রকেট পার্সোনাল : 01886-585297
বিকাশ/নগদ পার্সোনাল : 01927913518
বিকাশ/নগদ পার্সোনাল : 01970442912
ত্রাণতৎপরতার লক্ষ্যে আমাদের ক্যাম্পের ঠিকানা: আলিম উদ্দিন রোড। সালাউদ্দীন মোড়ের নিকট ফেনী সদর।

হাআমা/
 
                              
                           
                              
                           
                         
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1760017949.jpg) 
                              _medium_1759926783.jpg) 
                              _medium_1759816321.jpg) 
                              