রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭

শিরোনাম :
দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন মোসাব্বির হত্যার শুটার ও সমন্বয়কারীসহ চারজন গ্রেপ্তার দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন: পীর সাহেব চরমোনাই বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা দ্বিতীয় বিয়েতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ফরিদপুরে পাঁচ শতাধিক কর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশনা

পদক প্রবর্তন করছে ইসলামি লেখক ফোরাম, কারা পাচ্ছেন প্রথম বার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম এক যুগ পূর্তি করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। যুগপূর্তি উপলক্ষে ফোরাম একটি

পদক প্রবর্তন করতে যাচ্ছে।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম ফেসবুকে লিখেন- ‘আল্লাহর দয়ায় প্রবর্তিত হলো ‘লেখক ফোরাম পদক।’ প্রথমবারের মতো পাচ্ছেন তিন গুণী লেখক। মন মজিয়ে উপভোগ করতে চলে আসুন লেখক ফোরামের তারার মেলায়। আগামী জুমাবার ২২ আগস্ট বিকাল তিনটায়। রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে।’

ফোরামের এবারের আয়োজনে আরও থাকছে দেয়ালিকা ও ম্যাগাজিন প্রদর্শনী, লেখক ও সদস্যদের অনুভূতি, জুলাই বিপ্লবের কবিতা পাঠ, সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্য। এ উপলক্ষে একটি সমৃদ্ধ স্মারক প্রকাশিত হয়েছে, যার মোড়ক উন্মোচন হবে অনুষ্ঠানে।

দেশের খ্যাতিমান আলেম, লেখক, সাংবাদিক ও গবেষকরা অতিথি হিসেবে অংশ নেবেন।

এবারের লেখক ফোরাম পদক কারা পাচ্ছেন তাদের নাম ঘোষণা হবে অনুষ্ঠানে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বরেণ্য তিনজন লেখকের হাতে এবারের পদক উঠছে।

সূত্রে জানা গেছে, এমন একজনকে পদক দেওয়া হচ্ছে, যিনি নিজে লেখক এবং লেখালেখির পৃষ্ঠপোষকতার জন্য যার খ্যাতি রয়েছে। আরেকজন বাংলা ভাষায় লেখালেখির পাশাপাশি আরবি সাহিত্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরেকজন সর্বজন শ্রদ্ধেয় এবং স্বীকৃত লেখক পাচ্ছেন এবারের লেখক ফোরাম পদক।

জানা গেছে, ইসলামি লেখক ফোরাম এখন থেকে প্রতি বছরই পদক প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রতিষ্ঠা লাভ করে ২০১২ সালে। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সদস্যরা লেখালেখি ও শিল্প-সাহিত্যের অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ