শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বন্যায় ক্ষতিগ্রস্তদের দেড় হাজার ঘর দিলো আস-সুন্নাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত বছর আগস্টে ফেনীসহ দেশের কয়েকটি এলাকা ভয়াবহ বন্যায় মুখোমুখি হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এসব এলাকার মানুষ। শুরু থেকেই বন্যার্তদের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সংস্থাটি বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দেওয়ার প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের আওতায় সংস্থাটি দেড় হাজার ঘর বানিয়ে দিয়েছে বন্যার্তদের। 
রোববার (৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দেড় হাজার ঘর করে দেওয়ার খবরটি জানান আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।   

তিনি জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন নির্মিত এসব ঘরের প্রতিটিতে ব‍্যয় হয়েছে দুই লাখ ৮৫ হাজার টাকা।

ঘরের বিবরণ দিয়ে শায়খ আহমাদুল্লাহ লিখেন- ১৯ ফুট বাই সাড়ে ১৮ ফুটের এসব ঘরে একটি দরজা, পাঁচটি জানালা, দুইটি বেডরুম, একটি ড্রইংরুম এবং ছোট একটি বারান্দা আছে। চব্বিশের বন‍্যায় ক্ষতিগ্রস্তদের জন‍্য এমন ১৫০০ ঘর নির্মাণ করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেন- ঘরের চালে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল টিন। টিনের নিচে দেওয়া হয়েছে গরম ও শীত প্রতিরোধক ফোম। এছাড়া মরিচা প্রতিরোধক জিপি বক্স ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, জানালায় ২২ গেজের মোটা শিট, ৩ মিলি পুরত্বের ফ্রেম বার ও এঙ্গেল এবং ১০ মিলি থিকনেসের স্কয়ার বারের গ্রিল ব্যবহার করা হয়েছে।

জনসাধারণের সহযোগিতায় নির্মিত এসব ঘরে নির্মাণের প্রক্রিয়া জানিয়ে আস-সুন্নাহর চেয়ারম্যান লিখেন- দরপত্রের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে নির্মাণ কাজ দেওয়া হলেও সব মালামাল (এ গ্রেডের) কিনে দেওয়া এবং নির্মাণকাজ আগাগোড়া তদারকি করেছে আমাদের টিম।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ