শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সারাদেশে সহস্রাধিক পশু কোরবানি করল আস-সুন্নাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন এ বছর সারাদেশে মোট ১০২৩টি গরু ও ছাগল কোরবানি করেছে। বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহর নেতৃত্বাধীন এ সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কাজ করছে নিবেদিতভাবে।

শনিবার (৭ জুন) দুপুরে শায়খ আহমাদুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলেন- ‘আল্লাহর অশেষ অনুগ্রহে এ বছর সারা দেশে ১০২৩টি গরু ও ছাগল কোরবানি করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। যারা আমাদের ওপর আস্থা রেখে কোরবানির আমানত অর্পণ করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

প্রতিটি কোরবানির পশুর জন্য আলাদা প্রোফাইল তৈরি করা হয়েছে। যার পক্ষ থেকে কোরবানি বাস্তবায়ন করা হয়েছে, তাকে ট্র্যাকিং ক্লু পাঠানো হয়েছে। এর মাধ্যমে ডোনার নিজে জানতে পারবেন তার কোরবানি কোথায়, কখন এবং কীভাবে বাস্তবায়ন হয়েছে।

এছাড়া আজ থেকেই প্রত্যেক পশুর গোশত বণ্টন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ডোনারদের কাছে।

বার্তার শুরুতে শায়খ আহমাদুল্লাহ ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। শেষে তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন। নির্মল ধারায় সিক্ত হোক আমাদের সবার কোরবানি।’

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিগত বছরগুলোতেও ঈদুল আজহার সময় ব্যাপক কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব কোরবানির গোশত দেশের দুর্গম, গরিব ও প্রান্তিক অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়। ২০২৫ সালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আগেভাগেই পরিকল্পিতভাবে বাস্তবায়ন শুরু করে ফাউন্ডেশনটি।

গোশত বিতরণ থেকে শুরু করে রিপোর্ট পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই উদ্যোগে স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ